
রবি মিয়া ।। ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর মধ্য বাজারের নিজ বাসা থেকে গতকাল সোমবার রাতে সঞ্জিব ভট্রাচার্য (৫০) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধ্যনগর থানার ওসি সজীব রহমান বলেন, উপজেলার মধ্যনগর মধ্য বাজারের বাসিন্দা সঞ্জিব চক্রবর্তীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০২৩সালের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি মামলা হয়। তিনি পলাতক ছিলেন। সোমবার রাত আড়াইটার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।