
রবি মিয়া, ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি কক্ষে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষে অদম্য নারী কর্ণারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এই অদম্য নারী কর্ণারটির উদ্বোধন করেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক লায়লা সুলতানা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো.সজীব রহমান, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তী, প্রভাষক নির্মল চন্দ্র সরকার, সহকারী প্রধান শিক্ষক রিপন কুমার তালুকদার, সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, , রাম প্রসাদ সরকার, সমীরণ তালুকদার, কলেজ গভর্নিং বডির সদস্য মো.আবুল কাশেম, ফনি ভূষণ তালুকদার, সাংবাদিক সালেহ আহমদ, আল আমিন আহমেদ সালমান, এম এ মান্নান,খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রাশিদ আলম,ইউপি সদস্য হাবিবুর রহমান তালুকদকর প্রমুখ।
অদম্য নারী কর্ণারটির ভেতরে আধুনিক একটি ভেনডিং মেশিন (স্যানিটারি ন্যাপকিন ঢুকানো ও বাহির করার যন্ত্র)। এই যন্ত্রটির একটি সুইচ চাপ দিলেই বের হয়ে আসবে একটি স্যানটারি ন্যাপকিন। এই মেশিনে এক সঙ্গে ১২০টি স্যানিটারি ন্যাপকিন রাখা যায়। এই যন্ত্রটি সারাক্ষণ চালু রাখার ব্যবস্থা আছে। মাসিক ঋতুস্রাব (পিরিয়ড) চলাকালীন প্রতি নারী শিক্ষার্থী তিনটি করে স্যানিটারি ন্যাপকিন বিনামুল্যে নিতে পারবে। এ জন্য শিক্ষার্থীর নাম, রোল নম্বর ও শ্রেণি একটি রেজিস্টাররের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত একজন নারী শিক্ষিকা লিপিবদ্ধ করে রাখবেন। এছাড়া পিরিয়ড চলাকালীন অবস্থায় কোনো নারী শিক্ষার্থীর শরীর খারাপ লাগলে অদম্য নারী কর্ণারে রাখা বিছানায় বিশ্রাম নেওয়ার ব্যবস্থা রয়েছে। কক্ষটি পরিস্তার পরিচ্ছন্নতার জন্য একজন আয়া প্রতিষ্ঠান চলাকালীন সময়ো এটির দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার শিক্ষা প্রতিষ্ঠানটির তহবিল থেকে বহন করা হবে।
মধ্যনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) উজ্জ্বল রায় বলেন, নারী স্বাস্থ্য সুরক্ষার দিক থেকে মধ্যনগর উপজেলাটি অনেক পিছিয়ে রয়েছে। মেয়েদের বয়ঃসন্ধিকালীন সঠিক স্বাস্থ্যসেবার অভাবে তারা পরবর্তীতে বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যায় পতিত হয়। দারিদ্র্যের কারণে বেশিরভাগ মেয়ে মাসিক ঋতুশ্রাব ( পিরিয়ড) চলাকালে অপরিস্তার কাপড় বা ন্যাকড়া ব্যবহার করে যেগুলোর স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে। এ বিষয়কে মাথায় রেখে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানটির নারী শিক্ষার্থীদের জন্য একটা ‘অদম্য নারী’ কর্নার চালু করতে পেরে খুবই ভালো লাগছে। পর্যায়ক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানেও অদম্য নারী কর্ণার নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।