বাড়িসিলেট বিভাগসিলেট জেলামধ্যনগরে, হয়রানি ও হত্যার হুমকির প্রতিবাদে দুই গ্রামবাসীর মানব বন্ধন।

মধ্যনগরে, হয়রানি ও হত্যার হুমকির প্রতিবাদে দুই গ্রামবাসীর মানব বন্ধন।

রবি মিয়া , ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর  দুই গ্রামের লোকজনের উপর  নির্যাতন,হয়রানি, মিথ্যা মামলা ও হত্যার হুমকির  প্রতিবাদে দুই গ্রামবাসীর মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্প্রতিবার বেলা ১১ টায় আমজোড়া ও সিদলী দুই গ্রামের লোকজন আমজোড়া ফুটবল খেলার মাঠে ব্যানার হাতে এ মানব বন্ধনের আয়োজন করে।

জলুষা গ্রামের তৈয়ব মিয়ার ছেলে অটোচালক হোসেন ও আমজোড়া গ্রামের ইউপি সদস্য উজ্জ্বল মেম্বার এর পিতা আব্দুছ ছমেদকে  অটোগাড়িতে  না নেয়ার কারণে, হোসেন ও ছমেদের মধ্যে কথার কাটাকাটি হয়।

আর এ ঘটনাকে কেন্দ্র করে জলুষা  ও আমজোড়া দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যা আজ ব্যাপক সংঘর্ষের আকার ধারণ করছে বলে জানিয়েছে মানববন্ধনে অংশ গ্রহণকারী অনেকেই। 

মানব বন্ধনে উপস্থিত লোকজন বলেন, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৩ নং চামরদানী ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের জলুষা গ্রামেরবাসীন্দা ও আওয়ামী লীগের দোসর, নুরজামাল খসরু, আলমগীর, মিজান, শাহলম,লালচান,সাইরুল,

মানিক ও সাগর সহ তাদের নেতৃত্বে আমজোড়া ও সিদলী গ্রামের লোকদের বিভিন্ন ভাবে নির্যাতন,অত্যাচার,ও ক্ষতি সাধন করে আসছে।

আমজোড়া ও সিদলী গ্রামবাসীর প্রশাসনের কাছে দাবি অতিদ্রুত বিষয়টিকে সমাধান করে দোষীদের আইনের আওতায় আনা। না হয় বড় ধরণের সংঘর্ষ হতে পারে বলে জানান তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments