
রবি মিয়া , ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর দুই গ্রামের লোকজনের উপর নির্যাতন,হয়রানি, মিথ্যা মামলা ও হত্যার হুমকির প্রতিবাদে দুই গ্রামবাসীর মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার বেলা ১১ টায় আমজোড়া ও সিদলী দুই গ্রামের লোকজন আমজোড়া ফুটবল খেলার মাঠে ব্যানার হাতে এ মানব বন্ধনের আয়োজন করে।
জলুষা গ্রামের তৈয়ব মিয়ার ছেলে অটোচালক হোসেন ও আমজোড়া গ্রামের ইউপি সদস্য উজ্জ্বল মেম্বার এর পিতা আব্দুছ ছমেদকে অটোগাড়িতে না নেয়ার কারণে, হোসেন ও ছমেদের মধ্যে কথার কাটাকাটি হয়।
আর এ ঘটনাকে কেন্দ্র করে জলুষা ও আমজোড়া দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যা আজ ব্যাপক সংঘর্ষের আকার ধারণ করছে বলে জানিয়েছে মানববন্ধনে অংশ গ্রহণকারী অনেকেই।
মানব বন্ধনে উপস্থিত লোকজন বলেন, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৩ নং চামরদানী ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের জলুষা গ্রামেরবাসীন্দা ও আওয়ামী লীগের দোসর, নুরজামাল খসরু, আলমগীর, মিজান, শাহলম,লালচান,সাইরুল,
মানিক ও সাগর সহ তাদের নেতৃত্বে আমজোড়া ও সিদলী গ্রামের লোকদের বিভিন্ন ভাবে নির্যাতন,অত্যাচার,ও ক্ষতি সাধন করে আসছে।
আমজোড়া ও সিদলী গ্রামবাসীর প্রশাসনের কাছে দাবি অতিদ্রুত বিষয়টিকে সমাধান করে দোষীদের আইনের আওতায় আনা। না হয় বড় ধরণের সংঘর্ষ হতে পারে বলে জানান তারা।