বাড়িবাংলাদেশেমধ্যনগর, চামরদানী ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার

মধ্যনগর, চামরদানী ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার

রবি মিয়া।। ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আলীয়ারপুর গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন (৫৩) কে বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার

মধ্যনগর বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মধ্যনগর থানার এসআই আসাদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা ভঙ্গের অপরাধে  চলতি বছরের সেপ্টেম্বর মাসে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। এই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলার আলীয়ারপুর গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন কে শুক্রবার রাত আটটার দিকে মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments