দীঘিনালা প্রতিনিধি
৫ মাসের ব্যবধানে আবারও আগুনে পুড়েছে খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কোয়ার বাজারের ব্যবসা প্রতিষ্ঠান।
শুক্রবার দিবাগত রাত ২.৩০টা দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, এত রাতে হঠাৎ করে আগুনের খবর পেয়ে এসে দেখি লারমা স্কোয়ার বাজার দাউ দাউ করে জ্বলছে । এত ঘন ঘন এ বাজারে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ।
ভোর রাত ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ১০টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে । প্রাথমিকভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।