প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ৮:৩৯ পি.এম
মনপুরার লোকালয় থেকে দুইটি হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত।

অপু হাসান (ভোলা) নিজস্ব প্রতিনিধি।
ভোলার মনপুরায় উপজেলার লোকালয় থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার করেছে গ্রামবাসী।
বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের সন্দীপ পাড়া নামক স্থান থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়। পরে হরিণ দুটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ৯ টার দিকে মাষ্টারহাট এলাকা ছিডু শিকদার এর বাড়ি থেকে স্থানীয় লোক জন ১ টি হরিণ আটক করে বন বিভাগ কে খরব দেন পরে তারা উদ্ধার করে রাতেই বনে অবমুক্ত করেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মাষ্টার হাট সন্দীপ পাড়া জয়নাল এর বাড়ির সামনের বাগানে একটি চিত্রা হরিণ দেখতে পান কয়েকজন তরুণ। এ সময় তাঁরা হরিণকে তাড়া করেন। সাখওয়াত হোসেন নামে একজন ফেজবুকে লাইভ করেন। সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন হরিণটি আটক করেন বন বিভাগ কে খরব দেন। পরে হরিণটি উদ্ধার করে দুপুর ১ টায় বনে অবমুক্ত করেন বন বিভাগ।
মনপুরা পচাঁকোড়ালিয়া বিট কর্মকর্তা জাহিদুর ইসলাম জানান, উত্তর সাকুচিয়া আলমবাজার মিনি একটা বন রয়েছে, সেই বনে কিছু সংখ্যক হরিণ রয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম যে বনের পাশে একটি পিকনিক হয়েছিল পিকনিকে বক্সের শব্দের কারণে হরিণগুলো লোকালয়ে চলে আসছে।
মনপুরার রেঞ্জ কর্মকর্তা রাসেদুল ইসলাম জানান,রাতে ও সকালে একই স্থান থেকে ২ টি হরিণ উদ্ধার করে ট্রলারে করে মনপুরা সংরক্ষিত বন চর পাতালিয়াতে অবমুক্ত করা হয়েছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত