বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগমনপুরায় জেলে কার্ডের চালের স্লিপ বন্টনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭

মনপুরায় জেলে কার্ডের চালের স্লিপ বন্টনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭

মো:বনি আমিন ,মনপুরা(ভোলা)নিজস্ব প্রতিনিধি। 

ভোলার মনপুরায় দরিদ্রদের জন্য ১০ কেজি করে সহায়তার চালের স্লিপ বন্টনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন আহতের খবর পাওয়া গেছে। 

রোববার (২৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার পরিষদ মাঠে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, বিএনপি সমর্থিত-নয়ন, সামছু, শাকিল, কামাল, মামুন, ইব্রাহিম, সুমন, নজরুল, হারুন দালাল।

জামায়াতে ইসলামী সমর্থিত মহিম, আবুল কাশেম, হুমায়ুন কবির।

ইসলামী আন্দোল সমর্থিত-রাকিব, রাসেল, রাশেদ, কাউছার, নোমান।

আহতদেরকে মনপুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ও নৌ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এব্যাপারে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ নাসির উদ্দিন বলেন, সকালে আমরা হত দরিদ্রদের মাঝে চাল বিতরন করতেছিলাম। এসময় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সমর্থকরা বৈষম্যবিরোধী মিছিল করে পরিষদের সামনে আসে। আমি তাদের সাথে কথা বলতে ছিলাম। কথা বলার মাঝে হঠাৎ হট্টগোল বাদে। এবং উপস্থিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর শুনে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্তিতে আমরা চাল বিতরন অব্যাহত রাখি।

এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উক্ত ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments