বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগমনপুরায় বেড়িবাঁধ নির্মাণ কাজের অগ্রগতি, অবহিতকরণ ও মতবিনিময় সভা।

মনপুরায় বেড়িবাঁধ নির্মাণ কাজের অগ্রগতি, অবহিতকরণ ও মতবিনিময় সভা।

মো:বনি আমিন।মনপুরা(ভোলা) নিজস্ব প্রতিনিধি।।
ভোলার মনপুরায় ১১৭০ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মান প্রকল্পের কাজের অগ্রগতি, অবহিতকরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সুজন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদদৌলা, মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান কবির, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন বাচ্চু চৌধুরী,উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজ ও সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন ও মতামত নেয়া হয়। এসময় ১১৭০ কোটি টাকা ব্যয়ে চলমান বেড়িবাঁধ প্রকল্পের কাজের সঠিক বরাদ্ধ, কাজে অনিয়ম ও বেড়িবাঁধ প্রকল্পের টাকা কর্তণ করে উপজেলার ঢালচরে নেয়া হবে কিনা এ ব্যাপারে প্রশ্ন তোলা হয়। 
প্রশ্নের উত্তরে পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদদৌলা জানান, চলমান বেড়ীবাঁধ প্রকল্পে ১১৭০ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়। সেই বরাদ্ধ এখনো বহাল রয়েছে। ইতিমধ্যে জাতীয় পর্যায়ে ব্যয় সঙ্কোচন করার জন্য দেশের চলমান বিভিন্ন প্রকল্প থেকে টাকা কেটে নেয়ার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছে পানি সম্পদ মন্ত্রনালয়ের পরিকল্পনা কমিশন। উক্ত প্রস্তাবনাটি নিরিক্ষণ পর্যায়ে রয়েছে। তবে মনপুরায় চলমান বেড়িবাঁধ প্রকল্পের কাজ শেষের দিকে হওয়ায় এই প্রকল্প থেকে কোন প্রকার টাকা কর্তন বা কর্ম পরিকল্পনা পরিবর্তনের সম্ভাবনা নেই বলে তিনি আশ্বস্ত করেন। এবং ঢালচরের উন্নয়ন কাজে বরাদ্ধের সাথে পানিউন্নয়ন বোর্ডের এই প্রকল্পের কোন সম্পৃক্ততা নেই বলে নিশ্চিৎ করেন তিনি।
তিনি আরও বলেন, চলমান বেড়িবাঁধের কাজে যেখানে অনিয়মের খবর পাচ্ছি সেখানেই আমাদের প্রকৌশলী টিম স্বক্রিয়ভাবে কাজ করছে। এবং এই প্রকল্পের কাজ সুন্দরভাবে শেষ হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি ডাঃ কামাল হোসেন, আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজী, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মোঃ হোসেন হাওলাদার, হাজীর হাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসিন আলম, সাবেক সভাপতি জামাল উদ্দিন মেম্বার, প্রেসক্লাব সভাপতি মোঃ অহিদুর রহমান, সাধারন সম্পাদক সীমান্ত হেলাল, ছাত্রদলের সাবেক সভাপতি,ছাএ বিষয়ক সম্পাদক (শাহজালাল) আল আমীন,সাবেক ছাএদলের সাধারণ সম্পাদক নূরআলম (শামিম) মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিব্বুল্যাহ ইলিয়াছ, কোষাধক্ষ্য মো:মেহেদী হাসান প্রমূখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments