বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমনোহরদী'তে সাংবাদিক কে হুমকি এবং একজন কে মারধর ও আর এক জনকে...

মনোহরদী’তে সাংবাদিক কে হুমকি এবং একজন কে মারধর ও আর এক জনকে হত্যাচেষ্টা।

মোঃ কাউছার মিয়া,মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি।

মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়ন এবং তার আশেপাশের এলাকায় কিশোর-গ্যাং কতৃক চলমান অরাজকতা সম্পর্কে গণমাধ্যমে নিউজ করায় মনোহরদী উপজেলার সাংবাদিক মোঃ কাউছার মিয়া কে বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদর্শন করা হচ্ছে এবং তাঁর এলাকায় তাঁকে বিভিন্ন ভাবে হেনস্তা করা হচ্ছে।

গত ২০ তারিখ রোজ বুধ বার ইমন আলমের নেতৃত্বে কিশোর-গ্যাং অস্ত্রে-সস্ত্রে স্বজ্জিত হয়ে ১০-১২ টি মটর সাইকেলে করে প্রায় ২৫-৩০ জন তার বাড়িতে গিয়ে তাকে খুজে না তারপর পাশের গোয়াল বাড়ির মোড়ে এবং স্থানীয় বাজারে গিয়ে তার খোঁজ করে এবং সেখানেও তাঁকে না পেয়ে পুনরায় তাঁর বাড়িতে গিয়ে তাঁর বাড়ির মানুষকে নানান হুমকি প্রদশর্ন করে এবং অকথ্য ভাষায় গালাগালি সহ নানান রকম কটু কথা বলে।

পরবর্তীতে স্থানীয় বাজারের উপড় দিয়ে ফেরৎ যাওয়ার সময় তাদের হাতে থাকা চাইনিজ কুড়াল,চা-পাতি,দা,ছুড়ি,হকিস্টিক,লোহার রোড সহ অন্যান্য অস্ত্র উচিয়ে কিশোর-গ্যাং জিন্দাবাদ,,ইমন আলম জিন্দাবাদ বলে স্লোগান দিতে দিতে অন্য এলাকায় চলে যায়।তারপর থেকে আজ অব্দি ইমন আলমের নেতৃত্বে এবং কাজী বাড়ির কাজল মেম্বার,গাঞ্জা ছরু,বাবা মহব্বত,খইল্ল্যা চোরার পৃষ্ঠ-পোষকতায় এবং দেলু ডাহাইত এর অর্থায়নে কিশোর-গ্যাং এর সক্রিয় সদস্যরা ১০-১২ টি মটর সাইকেল নিয়ে প্রতিদিন সকাল,বিকাল,সন্ধায় এবং রাতে মোঃ কাউছার মিয়া কে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-স্বস্ত্র সহ হত্যার উদ্দেশ্যে খুজে বেরায়।

এসব ঘঠনায় মোঃ কাউছার মিয়ার পরিবারের মানুষ এবং স্থানীয় লোকজন ভীষন-ভাবে আতঙ্কিত।এ বিষয়ে মোঃ ছালাম ভূইয়া প্রতিবাদ করলে তারা উঁনার কথা শুনে বরং তাঁকে নানান রকম অপমান-জনক কথা বলে।

তারই ধারাবাহিকতায় ২১ তারিখ রোজ শুক্রবার ইফতারের আগ মুহুর্তে স্থানীয় গঙ্গাঞ্জলী বাজারে একটা তুচ্ছ ঘঠনাকে কেন্দ্র করে মোঃকাউছার মিয়া(সাংবাদিক)এর মামা’ত ভাই মোঃ সালাম ভূইয়া(সাবেক সদস্য,৯ নং ওয়ার্ড গোতাশিয়া ইউনিয়ন পরিষদ)কে বিনা অপরাধে শারিরীক হেনস্তা ওবং নানান ভাবে অপমান করে।খবর পেয়ে আশেপাশের মানুষ গঙ্গাঞ্জলী বাজারে উপস্থিত হলে সবার সাথে কথা বার্তার সময় কিশোর-গ্যাং এর অন্যতম সদস্য এবং ইমন আলমের বিশ্বস্ত ভ্যান গার্ড হিসেবে পরিচিত মোঃ রাতুল সহ আর কয়েকজন মোঃ দুলাল মিয়া কে মাথায় ধারালো অস্ত্র দ্বারা কুপ দেয়।পরবর্তী তে মোঃ রাতুল উপস্থিত জনগনের হাতে ধরা পরে এবং গন-ধোলাই এর স্বীকার হয়।পরবর্তী তে এই কিশোর-গ্যাং মোঃ কাউছার মিয়া(সাংবাদিক)টার্গেট করে এলাকায় টহল এবং নানা রকম হুমকি ধমকি দিয়ে আসতেছে।

বর্তমানে এসব বিচ্ছিন্ন ঘঠনায় এলাকায় একটি অস্থিতিশীল অবস্থা বিরাজমান।গোতাশিয়া সহ পুরো উপজেলা এবং তার আশেপাশের এলাকার

সর্বস্তরের মানুষ ইমন আলম, কাজল মেম্বার,গাঞ্জা ছরু,বাবা মহব্বত, খইল্লা চোরা এবং তাদের পরিচালিত কিশোর-গ্যাং এর সমস্ত তান্ডব থেকে মুক্তি চায়।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments