বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি

মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি

মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি 
আজ (১৩ ফেব্রুয়ারি ২০২৫) ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ‘বিশ্বে ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারি সম্পর্কিত গ্লোবাল আপডেটস’ শীর্ষক একটি অতি প্রত্যাশিত মেডিকেল সেমিনার অনুষ্ঠিত হয়। চক্ষু বিভাগ, সিএমএইচ ঢাকা কর্তৃক আয়োজিত এ সেমিনারে চোখের চিকিৎসায় বিপ্লব ঘটানো কয়েকটি প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। এ সেমিনারে অংশগ্রহণকারীরা প্যানেল আলোচনা এবং ইন্টারেক্টিভ আলোচনার মাধ্যমে সর্বাধুনিক সার্জিকাল পদ্ধতি, উন্নত ইন্ট্রা ওকুলার লেন্স, ফেমটোসেকেন্ড লেজারের সহায়তায় ছানি অপারেশন পদ্ধতি এবং চোখের চিকিৎসা সংক্রান্ত অন্যান্য জটিল বিষয় নিয়ে আলোচনা করেন। এ সেমিনারের শুরুতে একটি লাইভ সার্জারি দেখানো হয়। এছাড়াও, আলোচকগণ চোখের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা, রোগীর সুরক্ষা ব্যবস্থা এবং ব্যক্তিগত সচেতনতার ভূমিকা তুলে ধরেন।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সিএমএইচ ঢাকা, বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করছে এবং সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক ব্যক্তিবর্গদের চিকিৎসা সেবা প্রদান করে থাকে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি জুলাই গণঅভ্যুত্থানে অদ্যাবধি ২৭৪৪ জন আহত ব্যক্তিবর্গকে সুচিকিৎসা প্রদানের মাধ্যমে দেশের মানুষের মাঝে আস্থার প্রতীক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।
উক্ত সেমিনারে ডিজিএমএস, কনসালটেন্ট সার্জন জেনারেল, সিএমএইচ ঢাকার সকল সিনিয়র ও জুনিয়র মেডিকেল অফিসার, জাতীয় শীর্ষস্থানীয় চক্ষু বিশেষজ্ঞগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments