মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়ন এর চুলা বাজার হইতে মুন্সি বাজার রোডে রাস্তার কিনারায় সরকারী ভাবে কিছু গাছ রোপন করা হয়েছিল। গাছগুলো রাস্তার শোভাবর্ধনের পাশাপাশি পরিবেশের অনেক উপকারে আসত। আশেপাশের মানুষ ক্লান্তি দূর করার জন্য এবং বিকাল-বেলা অবসর সময় কাটানোর জন্য রাস্তাটিতে ঘুরতে যেত ও গাছের ছায়া উপভোগ করত। কিন্তুু অত্যন্ত দুঃখের বিষয়, গত ১৭ ই সেপ্টেম্বর রাতে রাস্তার কিনারার সরকারি গাছগুলোর মধ্যে কিছু গাছ চুরি করে নিয়ে গেছে কিছু দুঃস্কৃতিকারী।
অনেক সুত্রের মাধ্যমে জানা গেছে মনোহরদী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও বর্তমান সভাপতি হেলাল হাসান ইমন আলম তার সন্ত্রাসী বাহিনীদের কে নিয়ে এই কর্মকান্ড ঘটিয়েছে। সূত্রমতে হেলাল হাসান ইমন আলমের ভাই বিদেশ থেকে আসার সময় ইঞ্জিন চালিত কড়াত নিয়ে এসেছে আর সেই কড়াত দিয়েই এই গাছগুলো কাটা হয়েছে। ইমন আলম ও তার সহযোগী স্থানীয় ছেতারটেক গ্রামের শাওন ওরুফে ডেরবা শাওন এবং জাহিদ ওরুফে কানা জাহিদ সহ ভাবলা গ্রামের মাইনুদ্দিন, রাজিব শেখ ও বাঘীবাড়ি গ্রামের পারভে সহ আকানগর গ্রামের আরাফাত/রূমি ও রাজভল্লব কান্দি গ্রামের রাফি ও আব্দুল্লাহ, কান্দাপাড়া-গঙ্গাঞ্জলি এলাকার রাতুল সহ আরও কিছু লোক এই কর্মকান্ডের সাথে জড়িত।
এসব বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিগত আওয়ামী শাসনামলে রাস্তা সংস্কারের সময় সরকারি ভাবে রাস্তার শোভাবর্ধন ও পরিবেশের কল্যানার্থে রাস্তার দুই পাশে কিছু গাছ রোপন করা হয়েছিল। সময়ের সাথে সাথে গাছগুলো বেড়ে উঠায় রাস্তার সুন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের জন্যও অনেকটা আশীর্বাদ হয়ে দাড়িয়েছিল গাছগুলো। দুইপাশের ফসলি জমিতে কাজের ফাকে কৃষক ও পথচারীদের বিশ্রামের জন্য এসব গাছের ছায়া ছিল অতীব প্রয়োজনীয়। কিন্তুু কিছু দুষ্কৃতকারীদের লোভের কারণে এই গাছগুলো এখন ধংসের দ্বারপ্রান্তে। আশেপাশের এলাকার সকলেই শুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে গাছ গুলো রক্ষার দাবি জানিয়েছেন।
গাছ চুরির বিষয়টি হোয়াটসঅ্যাপে মনোহরদী উপজেলার বর্তমান ইএনও জনাবা হাছিবা খান মহোদয়কে অবগত করা হলে তিনি বিষয়টি দেখবেন বলেছিলেন কিন্তুু প্রায় এক মাস চলে গেলেও কোন সুরাহা হয় নি।