বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্স স্কুলে ইফতার মাহফিল ও আলোচনা সভা।

মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্স স্কুলে ইফতার মাহফিল ও আলোচনা সভা।

মোঃ কাউছার মিয়া,মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি।

দীর্ঘদিন যাবৎ অবহেলায় এবং অনাদরে থাকার পর প্রতিষ্ঠান-টির দায়িত্ব গ্রহন করেন মাননীয় শিল্প মন্ত্রী মহোদয় এর সুযোগ্য কন্যা জনাবা,হুরায়রা মাহমুদ হেমা।

তারই ধারাবাহিকতায় অদ্য ০১.০৪.২০২৪ ইং রোজ সোমবার দিন মনোহরদী প্রতিবন্ধী স্কুলে ইফতার মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেন

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মাননীয় শিল্প মন্ত্রী মহোদয় এর সুযোগ্য কন্যা জানবা,হুরায়রা মাহমুদ হেমা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান মহোদয়।

উক্ত অসুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাননীয় শিল্প মন্ত্রী মহোদয় এর সুযোগ্য ছেলে জনাব,মনজুরুল মজিদ মাহমুদ সাদি সাহেব।

এছারা ও অনুষ্ঠান-টি তে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার অনেক রাজনৈতিক এবং সুধী সমাজের লোকজন সহ প্রতিষ্ঠানটির শিক্ষক,ছাত্র এবং অভিভাবক।

উক্ত অনুষ্ঠানে মাননীয় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব এর সুযোগ্য কন্যা এবং প্রথিষ্ঠান-টির সদ্য দায়ীত্ব নেওয়া সভাপতি জানবা,হুুমায়রা মাহমুদ হেমা জানান, তিনি মনোহরদী উপজেলার প্রতিবন্ধীদের জন্য কাজ করছেন ও প্রথিষ্ঠান-টির অবকাঠামো,ছাত্রদের শিক্ষা,চিকিৎসা,পূন-বাসন এর উন্নয়ন এবং কর্ম-ক্ষেত্র তৈরির বিষয়ে সর্বাত্মক ভাবে কাজ করবেন।এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মনোহরদী উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সভা-টির প্রধান অথিথি জনাবা, হাছিবা খান তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশা ব্যক্ত করেন।

মাননীয় শিল্প মন্ত্রী মহোদয় এর সুযোগ্য ছেলে এবং সভা-টির বিশেষ অতিথি জনাব,মনজুরুল মজিদ মাহমুদ সাদি সাহেব উনার ব্যক্তিগত এবং সরকারি সকল সুযোগ সুবিধা যেন প্রথিষ্ঠান-টি তে দ্রুত পৌছায় সেদিকে খেয়াল রাখার আশা ব্যক্ত করেন।

প্রতিবন্ধী দের জন্য এবং প্রথিষ্ঠান-টির জন্য মাননীয় শিল্প মন্ত্রী মহোদয় এর পরিবারের এই পদক্ষেপ কে সমাজের সকল স্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments