প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৭:২৩ এ.এম
মন্দির ভাংচুর করে জমি দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

মো: নাজমুল হোসেন জিয়ানগর, (পিরোজপুর)নিজস্ব প্রতিনিধি:
মন্দির ভাংচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে পিরোজপুরের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় স্কুল শিক্ষক ঠাকুর চাঁদ বাদী হয়ে বৃহস্পতিবার (১৩মার্চ) রাতে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুজ্জামান শিকদার মনি সহ আরো ৭/৮ জনের নাম উল্লেখ করে নাজিরপুর থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মাহমুদ আল শরীফ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শিকদার মনির নামে মামলার বাদী শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠি বলিবাবলা রাস্তার পূর্বপাশে ওই গ্রামের স্কুল শিক্ষক ঠাকুর চাঁদের ভোগ দখলীয় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান মনির নির্দেশে স্থানীয় উদয়তারা গ্রামের আজিজুল শেখ ও সদর উপজেলা সিকদার মল্লিক গ্রামের জালিস শেখ সহ ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ওই জমিতে থাকা ঘর ও মন্দির ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা ওই জমির পশ্চিম পাশের খালের ওপারে পাশে থাকা অন্য একটি সার্বজনীন মন্দির ও ভাংচুর করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই জমির পূর্বের মালিক রতন হালদারের কাছ থেকে স্কুল শিক্ষক ঠাকুর চাঁদ জমিটি ক্রয় করেন। একই জমি সম্প্রতি মনি শিকদার ও ক্রয় করেছেন মর্মে দখলের জন্য সাইনবোর্ড টাঙিয়ে দেন। দখল করার স্বার্থে সেখানে থাকা ঘর ও মন্দির ভাঙচুর করে প্রতিপক্ষরা।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোঃ শরিফুজ্জামান মনি বলেন,ওই জমিটি আমি রতন হালদারের কাছ থেকে ক্রয় করেছি, দখলের স্বার্থে সেখানে থাকা ঘর ভাঙচুর করা হয়েছে, তবে মন্দির ভাংচুরের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। উল্লেখ্য যে, অভিযুক্ত মনি শিকদারের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে নারী ধর্ষণ, হত্যা, লুটতরাজ,ও অস্ত্র মামলা রয়েছে, বর্তমানে তা বিচারাধীন।
এ ব্যাপারে নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, জমি দখলের বিরোধের জের ধরে মন্দির ভাংচুরের অভিযোগে আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান মনি সহ ৭/৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত