বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলামরিচ্যা চেকপোষ্টে পাঠাও  কুরিয়ার সার্ভিসের পরিবহন  তল্লাশী করে ১০হাজার ইয়াবাসহ আটক-৩

মরিচ্যা চেকপোষ্টে পাঠাও  কুরিয়ার সার্ভিসের পরিবহন  তল্লাশী করে ১০হাজার ইয়াবাসহ আটক-৩

জামাল উদ্দীন – টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ১৫০০ ঘটিকায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা চেকপোষ্টে তল্লাশিকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ হতে চট্টগ্রামগামী পাঠাও কুরিয়ার সার্ভিসের ০১ টি কাভার্ড ভ্যান থামানো হয়। (ক) চালক মাসুদ রানা (৩৪), পিতা-আলা উদ্দিন, গ্রাম-কুকআলি, ডাকঘর-বক্শগঞ্জ , থানা-নাঙ্গলকুট, জেলা-কুমিল্লা, (খ), মোঃ জামিল আহম্মেদ (২০), পিতা- জাহিদুল ইসলাম, গ্রাম-পটল পবণ তাহির, ডাকঘর-ডাকবাংলা, থানা-শাখাটা, জেলা-গাইবান্ধা, (গ) রাহাত সরোয়ার (১৯), পিতা-মমিনুল হক, গ্রাম-কয়ারবিল, ডাকঘর-চকরিয়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে কাভার্ড ভ্যানের থাকা পার্সেলের মধ্যে  বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩০,০০,০০০/- টাকা মূল্যের ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। *আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য: ৬১,৪১,৫০০/- (একষট্টি লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত) টাকা (বার্মিজ ইয়াবা ১০,০০০ পিস X ৩০০/-= ৩০,০০,০০০/-, কাভার্ড ভ্যান ০১টি= ৩১,০০,০০০/- এবং মোবাইল ০৩টি = ৪১,৫০০/-)। ধৃত আসামী-০৩ জন। উল্লেখ্য, আটককৃত আসামীকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে রামু ৩০বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ নিশ্চিত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments