
স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, ঈদের সময় যাত্রাপথে মলম পার্টি ও প্রতারক চক্র গুলো বিভিন্ন জায়গায় ত্রাস করে থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সকল সদস্য সতর্ক অবস্থানে রয়েছে। সব জায়গায়ই নজরদারি রয়েছে। তাদেরকে পেলেই আটক করা হবে। আপনাদের প্রতি আহ্বান এ ধরনের কোন চক্রের আলামত থাকলে কর্তব্যরত পুলিশদের জানাবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুর রহমান , এডিশনাল ডিআইজি বরকতউল্লাহ খান, অতিরিক্ত আইজিপি শামসুল ইসলাম , এডিশনাল এসপি নাজমুল সাকিব খান, নাওজোড় থানার ওসি শাহাদাত হোসেন সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।
এর আগে অতিরিক্ত আইজিপি ড্রোনের মাধ্যমে যানজট নিরসনের কার্যক্রম উদ্বোধন করেন।