বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগমহর্ষি মনোমোহন দত্তের ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে 'মনোমোহন উৎসব' অনুষ্ঠিত 

মহর্ষি মনোমোহন দত্তের ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মনোমোহন উৎসব’ অনুষ্ঠিত 

শ্যামল বর্মন শিমুল , নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
মহর্ষি মনোমোহন দত্তের ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩ ও ২৪ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে দুই দিনব্যাপী ‘মনোমোহন উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট আধ্যাত্মিক সাধক ও কবি মনোমোহন দত্ত ১৮৭৭ সালে নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর রচিত ‘মলয়া’ গীতিগ্রন্থ সহ বিভিন্ন কবিতা আজও মানুষের মনে আলোড়ন সৃষ্টি করে।
মনোমোহন দত্তের ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মনোমোহন উৎসব ও ধর্মিয় সভায় আনন্দ আশ্রমের সভাপতি সাধ্যি শংকরী দত্তের সভাপতিত্বে উৎসবটির আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলায় দেশ-বিদেশের বাউল,মলয়া শিল্পী, কবি, সাংবাদিক, সাধু – ফকির  এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
প্রতিবছরের মতো এবারো লক্ষাধিক মানুষেন সমাগম ঘটে সাধক মনোমোহন সাধুর আশ্রমে। এছাড়াও দু’দিন সারারাত ব্যাপী দেশ-বিদেশের শিল্পীদের অংশ গ্রহণে মলয়া গানের আসর অনুষ্ঠিত হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments