
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি’:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমমবার (১৬ ডিসেম্বর) বিকেলে হামিদ আলী বেরসকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এ সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রমজান মোল্যা’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সোরমান আলী।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ খাঁন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম,
সিনিয়র সহ সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন আমন্ত্রীত অতিথিবৃন্দ।