বাড়িএক্সক্লুসিভ নিউজমহান বিজয় দিবস উপলক্ষ্যে কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত


জৈন্তাপুর প্রতিনিধি :
জৈন্তাপুরে মডেল থানা প্রশাসনের আয়োজনে কবাড়ি খেলা অনুষ্ঠিত, ফাইন্যাল ১৭ ডিসেম্বর।
১৫ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষ্যে জৈন্তাপুর মডেল থানার আয়োজনে জৈন্তাপুর রাজবাড়ী সংলগ্ন মাঠে উপজেলার ৬টি ইউনিয়নের খেলোয়াড়দের অংশ গ্রহনে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা খেলায় অংশ গ্রহণ মাধ্যেমে ২টি দল ফাইন্যাল খেলার যোগ্যতা অর্জন করে। ১৭ ডিসেম্বর বিকাল ৩টায় একই মাঠে ফাইন্যাল খেলা অনুষ্টিত হবে। ফাইন্যাল খেলায় অংশ গ্রহন করবে দরবস্ত ইউনিয়ন কাবাড়ি দল বনাম জৈন্তাপুর ইউনিয়ন কাবাড়ি দল।
সকাল ১১টায় কাবাডি খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে অনুষ্ঠানিক ভাবে খেলা উদ্বোধন করেন জৈন্তাপুর-কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এসপি আব্দুল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রজি উল্লাহ খান, এস.আই কাজী শাহেদ, সিরাজুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর রহমান, আবুল কাসেম আম্বিয়া, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, জৈন্তাপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মন্নান, ইউপি সদস্য মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুস শুকুর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments