বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলামহান বিজয় দিবস উপলক্ষ্যে আশা' সমিতি’র ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আশা’ সমিতি’র ফ্রি মেডিকেল ক্যাম্প

আসাদুর রহমান ।। রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী ১৫ হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।
 মঙ্গলবার ১৭ ডিসেম্বর দিনব্যাপী কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. রফিকুল ইসলাম।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান
 এছাড়াও উপস্থিত ছিলেন সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সুয়েজ এলবার্ট মারান্ডী, ফিজিওথেরাপিস্ট কে.এম কোরবান আলী, আশার রাজারহাট ১ ও ২ ব্রাঞ্চের বিএম, এবিএম ও স্বাস্থ্য কর্মীবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি, ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ, ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। 
জানা যায়, আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি (CSR) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্বৃত্ত তহবিল থেকে যোগান দেয়া হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments