
মো: কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) শিক্ষানবিশ প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে উপজেলা প্রশাসন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন মোগল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান, আইসিটি কর্মকর্তা রাহেন বাদশা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বশির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত।