সিলেটর গোলাপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর সৌধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ।
শনিবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর সৌধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এসময় উপস্থিত ছিলেন রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ ফয়সল, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, প্রভাষক সাহির হোসেন, সৈয়দ এহসান, সহকারী শিক্ষক মো. শাহজাহান, মো. মুকুল হোসেন, সৈয়দ নুরুল হাফিজ, মো. আবুল কয়েছ, আবু সুফিয়ান মো. আজম ।