বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগমাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে মাইটিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার ( ১৯ এপ্রিল) বিকেলে রায়গঞ্জ প্রেসক্লাব হলরুমে জেলা প্রতিনিধি এইচ এম মোনায়েম খান ও চলনবিল প্রতিনিধি সনাতন দাসের আয়োজনে আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কেটে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

রায়গঞ্জ প্রেসক্লবের সভাপতি কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।

এ সময় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ড. গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান,ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন সরকার,রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) শাহ আলম, প্রথম আলোর প্রতিনিধি সাজেদুল আলম,যুব লীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরকার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি টি এম কামরুজ্জান লাবু,সহ সভাপতি আবু হাসেম মনি,সাংগঠনিক সম্পাদক আলী হায়দার আব্বাসী,সাংবাদিক দীপক কুমার কর,স.ম আব্দুস সাত্তার, আতিক মাহমুদ আকাশ,আবুল কালাম আজাদ,খোরশেদ আলম,প্রতিদিনের দৃশ্যপটের সম্পাদক ও প্রকাশক নুরুল হক নয়নসহ রায়গঞ্জ প্রেসক্লাব ও তাড়াশ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া কর্মীবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments