
অরিন্দম বর, জেলা নিজস্ব প্রতিনিধি,মাগুরা।
সারাদেশে চলছে ধান কাটার শশব্যাস্তের মত ধুমধাম পরিবেশ। পরিবেশ ও আবহাওয়া বিবেচনা করে লাগামহীন ভাবে বাড়ছে ধান কাটা মজুরীর দাম। এক মন ধানের দামেই চলছে একটা মজুরির দাম! যদিও একজন মজুরি টেনে টুনে একমোন ধানের কাজই করতে হিমশিম খেয়ে যায় তবুও অসহায় কৃষক সন্তানসম সোনার ধানকে ঠিকঠাক ঘরে তুলতে চড়া দামে জন বা মজুরি নিতেও পিছুপা হয় না। চোখে শত হতাশার জল লুকিয়েও বুকে সাহস নিয়ে করছে রাতদিন সমান করে ধানের কাজ।আর এই অসহায় মুহূর্তে দেশের বর্তমান পরিস্থিতিতে কৃষক মজরীজন সেজে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনাও ঘটছে বলে জানা গেছে।আজ আড়পাড়ার হাটে খোঁজ নিয়ে জানা গেছে এই জন্যই মাগুরার প্রশাসন প্রতিটি জনের ঠিকানা লিখে গৃহস্থ ও কৃষানের তথ্য জমা রাখতে ও সে বিষয়ে সতর্ক করে দিতে দেখা গেছে।অনেই এই সুযোগে কিছু বেচাবিক্রির মত খাজনা আদায়ের কথা উঠেছে যা নিয়ে কিছু সুখ দুঃখের কথা শোনা যাচ্ছে। সর্বপরি সবকিছুর একটা সুশৃংখল পরিবেশ প্রশাসনের কাছে প্রত্যাশা করছে বলে জানা গেছে।