বাড়িবাংলাদেশেখুলনা বিভাগমাগুরায় নববর্ষের রং ছড়িয়ে পড়েছে সর্বস্তরে।

মাগুরায় নববর্ষের রং ছড়িয়ে পড়েছে সর্বস্তরে।

অরিন্দম বর, জেলা নিজস্ব প্রতিনিধি,মাগুরা।
আজ বাংলা নববর্ষ,১৪৩২ বঙ্গাব্দ। বাঙালি জাতির কাছে একটা সার্বজনীন উৎসব। অবশ্য উপজাতিরা তিথি নক্ষত্র ধরে বৈসাবি(বৈসুব সানগ্রাই বিজু) পালনের তারিখ একটু এদিক ওদিক হলেও মূল উদ্দীপনা সমগ্র বাঙালি কে এক ও অভিন্ন বন্ধনে বাঁধার মহানুষ্ঠান এটিই। আজ সকল বয়সের  সকল ধর্ম বর্ণের মানুষের বেড়ি  বন্ধন ভেঙে একক বাঙালিপনার উৎসাহ উদ্দীপনায় পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে দেখা যায়।সারা দেশে মত মাগুরাও সে উদ্দীপনায় মেতে উঠতে কমতি নেই। মাগুরায় সকাল থেকেই আবাল – বৃদ্ধ- বনিতা বহুরুপী বাঙালির আপন সাজে নববর্ষ কে বরণ করলেও শিশুদের মধ্যে সাজ সজ্জা ও উদ্দীপনা একটু বেশীই লক্ষ্য করা গেছে।আজ ভোরের আলো ফোটার সাথে সাথেই  শীষ দেওয়া দোয়েলের সুরের তানে মাগুরার চারটি উপজেলায় প্রশাসনের আয়োজনে বহুমুখী বাঙালিপনার বহুমুখী  অনুষ্ঠানে মেতে উঠতে দেখা গেছে। এবার সরকার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে নববর্ষ উদযাপন করা হয়। তবে মাগুরা শালিখা উপজেলায় প্রতিবারের মতই প্রায় একই আয়োজনে সাজানো থাকলেও এখানে বাঙালির  লোকজ গানের মধ্যে হারিয়ে যাওয়া এই অঞ্চলের চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী অষ্টোক গানের অংশটা আয়োজন করতে করতে দেখা যায়নি,যা প্রতিবছরই প্রশাসনের আয়োজনে দেখা যায় বলে দু একজনের মধ্যে অভিমত ব্যক্ত করতে দেখা গেছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments