বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগমাতা মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হলো অর্পা।

মাতা মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হলো অর্পা।

আফজাল হোসেন জয় ।। বিশেষ প্রতিনিধি।
পার্বত্য জেলা বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে অর্পা শীল (১৪) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। লামা পৌর সভার পূর্ব নয়াপাড়া এলাকার মাতামুহুরী নদীর মিশন ঘাটে (চতরমাল্লা কুমে) আজ সোম বার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় এই ঘটনা ঘটে। সে পূর্ব নয়াপাড়া গ্রামের স্বপন শীলের মেয়ে। 
জানা যায়, বেলা ১১টায় ৪ বান্ধবী মিলে বাড়ির পাশের মাতামুহুরী নদীর চতরমাল্লা কুমে গোসল করতে যায়। এসময় নদীতে নেমে ৪ জনই পানিতে ডুবে যেতে থাকে। তিন বান্ধবী উঠে এলেও অর্পা শীল আসতে পারেনি, সে পানির নিচে ডুবে যায়।
লামা ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন মিলে অনেকক্ষণ খোঁজখুঁজি করেও তার খোঁজ পায়নি। খবর লেখা পর্যন্ত তাকে পাওয়া যায়নি। 
লামা ফায়ার সার্ভিসের সাব সেক্টর অফিসার মো. আব্দুল্লাহ বলেন, বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবরী টিম এসে উদ্ধার অভিযান শুরু করে। এখনো তাকে পাওয়া যায়নি।
এদিকে অর্পাকে হারিয়ে পরিবারের লোক জনের আহাজারি যেনো থামছেইনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, এখনো উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের কাজে পুলিশ সহায়তা করছে। এখনো অর্পার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা চেষ্টার ত্রুটি করছিনা, আমরা তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছি। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments