বাড়িঅন্যান্যমাথার খুলিবিহীন শিশুর জন্ম

মাথার খুলিবিহীন শিশুর জন্ম

সিরাজগঞ্জের তাড়াশে মাথার খুলিবিহীন এক ছেলে শিশুর জন্ম হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খালখুলা ওহী জেনারেল হাসপাতালে অস্ত্রপচারের (সিজার) মাধ্যমে ওই শিশুটির জন্ম হয়। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন। শিশুটির বাবা-মার বাড়ি উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামে। খালখুলা ওহী জেনারেল হাসপাতালের ম্যানেজার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ম্যানেজার রফিকুল ইসলাম ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মো, আনতাজ আলীর স্ত্রী এলিনা খাতুনের প্রসব বেদনা উঠলে তাকে ওহী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছু সময় পর অস্ত্রপচারের মাধ্যমে (সিজার) খুলিবিহীন ওই শিশুটির জম্ম হয়।

খালখুলা ওহী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা, রুহুল আমিন জানান, শিশুটি মাথার খুলি ছাড়াই জন্ম নিয়েছে। শিশুটির এই জন্মগত ত্রুটির অন্যতম কারণ হলো ফলিক অ্যাসিডের অভাব। শিশুটির বাবা মো. আনতাজ আলী বজানান, বাচ্চার জন্মগত ত্রুটির চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments