
অপু হাসান , লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
মাদক উদ্ধারে সফলতার স্বীকৃতি স্বরূপ ভোলার জেলার মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন, লালমোহন থানার এসআই মোঃ আবু ইউছুব।
তিনি ভোলা জেলার লালমোহন থানায় কর্মরত আছেন। বুধবার ( ৫ মার্চ ) সকালে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভাশেষে এ পুরস্কার প্রদান করেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক । গত ফেব্রুয়ারী মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা শেষে এসআই আবু ইউছুব কে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়, এ সময় জেলা পুলিশেরঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন ।
মাদকব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার ও সমাজে মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে ভোলা জেলা পুলিশ।
এ বিষয়ে এসআই আবু ইউছুব বলেন, আমি সবসময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। সর্বদা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। মাদকের সঙ্গে জড়িতদের কোন ছাড় নয়।