বাড়িঅন্যান্যমাদরাসা ছাত্রকে বেত্রাঘাত করায় শিক্ষককে ৭ দিনের জেল

মাদরাসা ছাত্রকে বেত্রাঘাত করায় শিক্ষককে ৭ দিনের জেল

ময়মনসিংহের নান্দাইলে শ্রেণিকক্ষে পড়া না পারায় সাব্বির হোসেন (১০) নামে এক কওমি মাদরাসা ছাত্রকে বেত্রাঘাত করায় শিক্ষক শফিকুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন। নান্দাইল পৌরসভার বালিয়াপাড়া মহল্লার আমেনা মফিজ নূরুল কুরআন নূরানি ও হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র নির্যাতনের এ ঘটনা ঘটে। মাদ্রাসা ছাত্র সাব্বির হোসেন পৌরসভার কাটলিপাড়া গ্রামের জুয়েল মিয়ার ছেলে।

সাব্বির হোসেনের বাবা জুয়েল মিয়া জানান, সকাল সাড়ে নয়টায় খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে দেখেন ছেলের মাথা থেকে পা পর্যন্ত লালচে ফোলা দাগ। তারপর তিনি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন বলেন, অভিযুক্ত শিক্ষক শিশুটিকে শারীরিকভাবে নির্মম নির্যাতন করেছে। বেতসহ তাকে আটক করা হয়। তার অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments