প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ৮:৫০ পি.এম
মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন তৌফিকুল ইসলাম খালেক

ইয়াসিন আরাফাত মাদারগঞ্জ ( জামালপুর) নিজস্ব প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক। আজ সোমবার ২৪/০২/২০২৫ খ্রিঃ তারিখে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি। এ সময় ইউপি সচিব আল আমিন সহ সদস্যবৃন্দ ও পরিষদে কর্মরত কর্মচারীবৃন্দ প্রশাসক কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। উল্লেখ্য যে, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম ব্যহত হচ্ছে, পরিষদের সেবা কার্যক্রম চলমান রাখতে জেলা প্রশাসক হাছিনা বেগম এর স্বাক্ষরিত পত্রে মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক কে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সদ্য যোগদানকৃত প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক বলেন জেলা ও উপজেলা প্রশাসন থেকে আমাকে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয়েছে। ইউনিয়নবাসীকে আমি শতভাগ সেবা দেওয়ার চেষ্টা করবো। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত