বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলামাদারগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাদারগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইয়াসিন আরাফাত ,মাদারগঞ্জ ( জামালপুর) নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে  বিশিষ্টজনদের সম্মানে  মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা,  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রোববার বিকাল সাড়ে ৪ টায় বালিজুড়ী শাহ্ মাহমুদ ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি  এডভোকেট আব্দুল আওয়াল।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সহকারী  সেক্রেটারি এডভোকেট সুলতান মাহমুদ, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা হেফাজতে ইসলামের আমীর নূরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ    মাদারগঞ্জ  গণ অধিকার পরিষদের আহবায়ক মুহাম্মদ হামিদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র নেতা লেমন মিয়া, সাবেক আমীর শাহীন আকতার পিটার খান, উপজেলার সাবেক আমীর  আমিনুর রহমান বিএসসি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আতিকুর রহমান সেলিম সহ উপজেলা,ইউনিয়ন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  এ সময় বিভিন্ন সংগঠনের বিশিষ্টজনরাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূরুল আমিন ও  সঞ্চালনায় সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন।  
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments