প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৩:১০ পি.এম
মাদারগঞ্জে হলি চাইল্ড একাডেমী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ

ইয়াসিন আরাফাত মাদারগঞ্জ ( জামালপুর) নিজস্ব প্রতিনিধি
সুস্থ দেহে সুন্দর মন তবে হবে জ্ঞান অর্জন এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে মাদারগঞ্জে হলি চাইল্ড একাডেমী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিন ব্যাপী স্কুল প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলওয়াত এর পর জাতীয় সংগীত, জাতীয় শপথ,ক্রীড়া শপথ,কুচকাওয়াজ, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও সমাজসেবক শাহ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানের মধ্যমণি ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন জামাতে ইসলমী'র আমীর জাকারিয়া আলম।
সার্বিক ব্যবস্থাপনায় হলি চাইল্ড একাডেমীর পরিচালক খোরশেদ আলম, ক্রীড়া ব্যবস্থাপনায় সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এ সময় মাদারগঞ্জ উপজেলার সাবেক শিক্ষা অফিসার আলহাজ্ব নওয়াব আলী, সাবেক আমীর সাইদুর রহমান, নায়েবে আমীর মাওলানা মোঃ শাহীনুর রহমান,যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ সবুজ , শ্যমল ছায়া মডেল হাইস্কুল পরিচালক, খাইরুল ইসলামসহ শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী সহ দর্শক মন্ডলী উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত