বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমাদারীপুরে গরু চুরি করে পালাতে গিয়ে ট্রাক খাদে, ২ চোরকে ধরে পুলিশে...

মাদারীপুরে গরু চুরি করে পালাতে গিয়ে ট্রাক খাদে, ২ চোরকে ধরে পুলিশে দিলেন জনতা।

নাসির উদ্দিন, মাদারীপুর সদর (মাদারীপুর) প্রতিনিধি।

মাদারীপুরে গরু চুরি করে পালাতে গিয়ে ট্রাক খাদে, ২ চোরকে ধরে পুলিশে দিলেন জনতা।

মাদারীপুর জেলার শিবচরে চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। এসময় গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জ্দ করে পুলিশ।বুধবার(১৩ মার্চ) দিনগত রাত ২ টার দিকে উপজেলার বহেরাতলা এলাকা থেকে গরুসহ দুই চোরকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ২ টি গরু বেঁধে ট্রাকযােগে পালাচ্ছিল এক ডাকাতদল। রাত ২

টার দিকে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের বহেরাতলা বাজার পার হবার সময় পুলিশের টহল ভ্যান দেখে ট্রাকটি উল্টোপথে পালাতে চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের

পুকুরে পড়ে যায় ট্রাকটি। এসময় পুলিশ দ্রুত এসে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। এবং ট্রাকে গাভী ও একটি বাছুর দেখতে পায়।এদিকে ভোরে পুকুরের পাশের এক গর্তে লুকিয়ে থাকাঅবস্থায় আরাে একজনকে আটক করে পুলিশ দেয় স্থানীয়রা। ভূক্তভােগী মাে.ওমর আলী বলেন,রাতে আমার গোেয়াল ঘর থেকে বাচ্চাসহ গাভী চুরি যায়। রাত ২ টার দিকে বহেরাতলা বাজারে মাইকিং শুনে আমি ছুটে যাই। তখন দেখি ট্রাকে আমার গাভীসহ বাচ্চা বেঁধে রাখা। গাভীটি গুরুতর আহত হলে সকালে জবাই করা হয়। বাচ্চাটি সুস্থ আছে।

স্থানীয় সােনা খার কান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জসিম মাদবর বলেন, সকালে স্কুলে আসার সময় চোর আটকের কথা শুনি। পরে দেখি স্থানীয়রা গরু জবাই

করে মাংস বিক্রি করছেন।তাদের কাছে থকে বিস্তারিত জানতে পারি দুই জন চোার আটক হইছে।

শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) নূর মাহামমাদ জানান, রাতে আমরা বহেরাতলা বাজারে টহল দিচ্ছিলাম। তখন চুরি করা গরু নিয়ে চোরচক্র ট্রাকে করে যাচ্ছিল। আমাদের দেখে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থল থেকে একজন এবং ভােরে আরও একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments