বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমাদারীপুরে দিন দিন বাড়ছে চুরি ও ছিনতাই এর ঘটনা।

মাদারীপুরে দিন দিন বাড়ছে চুরি ও ছিনতাই এর ঘটনা।

আউয়াল হোসেন মাদারীপুর সদর (মাদারীপুর)শিক্ষানবিশ প্রতিনিধি :

মাদারীপুরে রিকশা ছিনতাইকালে কুপিয়ে জখম এক রিকশা চালককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরন মাদারীপুর শহরের মাষ্টার কলোনী এলাকায় রিকশা ছিনতাই কালে কুপিয়ে মারাত্মক জখম এক রিকশা চালককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।বুধবার রাত ৮ টায় এঘটনা ঘটে।আহত রিকশা চালক মাদারীপুর আইসার কমলাপুর এলাকার আনসা মোল্লার পুত্র রহিম মোল্লা(৪৫)।শহরের কুকরাইল এলাকায় একটি ভাড়া বাসা বসবাস করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান,

শহরের মাষ্টার কলোনী এলাকা দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন চালক রহিম মোল্লা(৪৫)।এ সময় আগে থেকে অথ পেতে থাকা কয়েকজন ছিনতাইকারী রিকশাটি থামিয়ে রিকশা সহ টাকা পয়সা দিয়ে দিতে বলেন চালককে।এ-সময় চালক রহিম মোল্লা এসব দিতে রাজি না হওয়ায় এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান ছিনতাইকারীরা।ঘটনার পর আহত রিকশা চালককে সড়কে পরে থাকতে দেখে লোকজন ডাকেন এক পথচারী।তাৎক্ষনিক চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেন স্হানীয়রা।তবে অবস্থা আশংকাজনক থাকায়, কর্তব্যরত চিকিৎষক ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন তাকে।হামলায় রিকশা চালকের মাথা ও গালে ধারালো অস্ত্রের একাধিক আঘাত করা হয়।পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয় আহত রিকশা চালককে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গিয়েছে। এরকম চুরি, ছিনতাই দিন দিনবেড়েই চলছে মাদারীপুরে বিভিন্ন জায়গায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments