বাড়িঢাকা বিভাগঢাকা জেলামানবসেবা ও রক্তদান পরিবার নান্নার ইউনিয়ন এর বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, রক্তদাতা...

মানবসেবা ও রক্তদান পরিবার নান্নার ইউনিয়ন এর বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, রক্তদাতা সদস্য সংগ্রহ।

নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা :

১০জানুয়ারি ২০২৫শুক্রবার সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৪ গুটিকা পর্যন্ত জলসীন গ্রামে স্কুল মাঠে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ও সদস্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকে মানবসেবা ও রক্তদান পরিবার নান্নার ইউনিয়ন সংগঠনের। নান্নার ইউনিয়নের ১৭ টি গ্রামে এই কার্যক্রম অব্যাহত থাকবে। ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলায়ও রক্ত সৈনিক নামে একটি রক্তদাতা সংগঠন রয়েছে। নান্নার গ্রামের কিছু যুবক এই উদ্যোগ গ্রহণ করলে পরবর্তীতে বিষয়টি বিভিন্ন পেশার মানুষের হৃদয়ে দাগ কাটে।গত ২৭ ডিসেম্বর নান্ন গ্রামে প্রথম ক্যাম্পেইন করা হয়। এবার দ্বিতীয় ক্যাম্পেইন করা হলো জলসীন গ্রামে। পাঁচাল, গোপালপুর, শেওরাইল,ষোলাকুড়িয়া, নবগ্রাম, রঘুনাথপুর, কান্দা কাওয়ালী গ্রামের স্বেচ্ছাসেবী ও সাধারণ জনগণ এখানে উপস্থিত ছিলেন। এই মানব সেবামূলক প্রেরণায় যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ বাদেশ আলী ফকির বিশিষ্ট সমাজসেবক জলসীন।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম এমডি সুফিয়া আবেদ হাসপাতাল কালামপুর। পৃষ্ঠপোষক ছিলেন ইঞ্জিনিয়ার জায়েদুর রহমান রতন 

জেনারেল ম্যানেজার আকিজ সিরামিকস ত্রিশাল ময়মনসিংহ। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments