মোঃ নাঈম মিয়া,মানিকগঞ্জ সদর(মানিকগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মারচর লেছড়াগঞ্জ,সুতালড়ি,আজিমনগর চরে দেখা মিললো - বিষাক্ত রাসেল'স ভাইপারের।রাসেল'স ভাইপার সাপ, বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত।
বিশেষজ্ঞদের মতে রাসেল'স ভাইপার বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত সাপ। এর আগে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মাতীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এই বিষধর রাসেল'স ভাইপারের কামড়ে মৃত্যুর কারণে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।চরাঞ্চলে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের আতঙ্কে জমির ফসল ও গবাদি পশুর খাবার (ঘাস) সংগ্রহ করতে পারছেননা কৃষকেরা।
পদ্মা নদীর তীরবর্তী ও চরাঞ্চলের বসবাস করা মানুষ রয়েছেন সাপ আতঙ্কে। একের পর এক বিষধর রাসেল ভাইপার সাপের দেখা মিলছে উপজেলার চরাঞ্চলের নদী তীরবর্তী বিভিন্ন এলাকায়।