জাবেদুল আনোয়ার,জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ কক্সবাজার (৩) সদর, রামু, ঈদগাহ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল এর সমর্থকদের নিয়ে মালয়েশিয়াস্থ প্রবাসী বাংলাদেশিরা এমপি কমল সমর্থক ফোরামের কমিটি গঠন করা হয়।
৭ এপ্রিল মালয়েশিয়ায় বসবাসকারী জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপির সমর্থকদের সমন্বয়ে গঠিত কমিটিতে আক্তারুজ্জামান বাবু সোহেল'কে সভাপতি, আইয়ুব খান'কে সাধারণ সম্পাদক ও ইকবাল হোসাইন স্বাধীন'কে সাংগঠনিক সম্পাদক করে তিন জনের কমিটি গঠন করা হয় এবং তোফায়েল আহম্মেদ, হাফেজ আহাম্মদ, হাফিজুল ইসলাম চৌধুরী ও সাহাব উদ্দিন সিকদার কে উপদেষ্টা করা হয়। গঠিত কমিটি আগামী এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন এবং উক্ত কমিটির মেয়াদ থাকবে আগামী এক বছর।