
মোঃ ফজলে করিম ,কাহালু(বগুড়া)নিজস্ব প্রতিনিধি
রমজান মাস উপলেক্ষে নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে এক জরুলী সভার আয়োজন করেন 26/02/2025 তারিখে সকার 10ঃ30মিঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কাওছার হাবীব এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন আনসার বাহিনি ফায়ার সাভিস অফিসার কাহালু বাজারে সকল ব্যবসাহিক বনিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক হোটেল মালিক কাচা বাজার, মাংস ব্যবসাহিক,মুদির দোকান ব্যবসাহিকএ সময় উপস্থিত ছিল।