বাড়িবাংলাদেশেখুলনা বিভাগ“মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় গড়ে উঠুক নৈতিক প্রজন্ম”এস.আই ক্যাডেট একাডেমিতে মা...

“মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় গড়ে উঠুক নৈতিক প্রজন্ম”এস.আই ক্যাডেট একাডেমিতে মা দিবস পালিত

আব্দুর রহিম , মোড়লগঞ্জ(বাগেরহাট)শিক্ষানবিশ প্রতিনিধি:

ব্যতিক্রমধর্মী আয়োজনে, আবেগঘন পরিবেশে ও ইসলামি ভাবধারায় এস.আই ক্যাডেট একাডেমি উদযাপন করলো আন্তর্জাতিক “মা’ দিবস। ১২ এপ্রিল ২০২৫, শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে শত শত শিক্ষার্থী ও তাদের মায়েদের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই বিশেষ অনুষ্ঠান। “রব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি ছগিরা” — এই আয়াতকে মূল প্রতিপাদ্য করে সাজানো হয় মঞ্চ ও ব্যানার। ইসলামি ভাবধারায় শিশুদের শিখানো হয় মায়ের মর্যাদা এবং মায়ের দোয়ার মাহাত্ম্য অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদের মধ্য দিয়ে উদ্বোধন হয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা লাল গোলাপ, পানি ও খাবার পরিবেশন করে মায়েদের প্রতি সম্মান প্রদর্শন করে। মায়ের পদযুগলে বসে স্ব-হস্তে পানি ঢেলে পা ধুয়ে দেয়, দোয়া চাওয় এবং কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তারা। এসময় মায়ের আখি যুগল অশ্রুসিক্ত হয়। মাঠ জুড়ে এক আবেগি পরিবেশ সৃষ্টি হয়।
প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক জনাব আব্দুর রহিম বলেন,
“শুধু একটি দিন নয়, প্রতিটি দিনই হোক মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার। ইসলাম আমাদের মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছে — এ কথাই আমরা শিখাতে চাই প্রজন্মকে।” ছোট্ট শিশুদের সাদামাটা পোশাক ও আন্তরিকতা মায়েদের চোখে এনে দেয় আবেগের অশ্রু।
মা দিবসে এমন নৈতিক, সংস্কারভিত্তিক আয়োজন সারা এলাকায় প্রশংসিত হয়। প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় ‘এস.আই ক্যাডেট একাডেমি’ একটি আদর্শিক অনুষ্ঠান উপহার দিল আগামী প্রজন্মকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments