বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমা ইলিশ রক্ষায় শিবচরের পদ্মায় অভিযান, ২০ হাজার মিটার জাল জব্দ, আটক...

মা ইলিশ রক্ষায় শিবচরের পদ্মায় অভিযান, ২০ হাজার মিটার জাল জব্দ, আটক ৫

মোঃ আজিজুল হক শিবচর( মাদারীপুর) প্রতিনিধিঃ

মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনে মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার ট্রলার থেকে ৪ টি ব্যাটারি, ২ টি কন্ট্রোলার, ২০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশসহ ৬ জনকে আটক করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত ১২ টা থেকে ভোর পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস অফিস।

মৎস অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযানের প্রথম দিনেই উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম এর নেতৃত্বে নৌপুলিশ ও মৎস অফিসের টিম পদ্মানদীতে অভিযান পরিচালনা করেন। এসময় অসাধু ৫ জেলেসহ জাল ও ব্যাটারি, কন্ট্রোলার ও মাছ জব্দ করে। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান,’প্রথম অভিযান রাত ১২ টা থেকে রোববার ভোর ৬ টা পর্যন্ত পরিচালনা হয়েছে। জেলেদের আটকসহ জাল ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। ইলিশ সংরক্ষণের জন্য কঠোর অভিযান চলমান থাকবে।’

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments