
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বিশ্বের সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনায় টাঙ্গাইলের মির্জাপুরে দেওড়া সোমবাড়ী বার্ষিক সার্বজনীন ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে। ৪ জানুয়ারী শনিবার থেকে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ শুরু হয়েছে। ৫ জানুয়ারী রবিবার থেকে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানের আয়োজন করেন দেওড়া গ্রামবাসী।
সভাপতি অখিল সোম জানান,বিশ্ব মানতার শান্তি কামনায় এই মহানাম যজ্ঞ ও বৈষ্ণব সেবা প্রতি বছর করে থাকি। মহানাম যজ্ঞে যারা উপস্থিত থাকেন তাঁরাই আমাদের বৈষ্ণব ।
সাধারন সম্পাদক রবীন্দ্র নাথ সেন বলেন,মানুষের মঙ্গল কামনায় ভক্তের পদধুলি কামনায় আমাদের ক্ষুদ্র প্রচেষটা।
বিশ্ব মানবতার কল্যানে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রতি বছর এ কীর্তন অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে কীর্তন শোনেন ও প্রসাদ গ্রহন করেন। হিন্দুধর্মের মানুষ বিশ্বাস করেন, হরে কৃষ্ণ মন্ত্র জপ করা আমাদের ঐশ্বরিক শান্তি সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। যা আমাদের অবাঞ্চিত উদ্বেগজনক চিন্তার পরিবর্তে ইতিবাচক দিকে মনোনিবেশ করার সম্ভাবনা করে দেয়। হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে পাপ থেকে মুক্তির পথ পাওয়া যায়।
সোমবার কুঞ্জভঙ্গ, জলকেলি, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।