বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলামৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে

মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ , কটিয়াদী (কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় পূণরায় আব্দুস সোবহান (দুলাল) নামে আরও এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের ৫ম তলায় ৫০৫৯ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে। 
রোগীর স্বজনদের কাছ থেকে জানা যায় , সোমবার সকালে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামের আব্দুস সোবহান দুলাল পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তির পরদিন থেকে তার শারীরিক অবস্থা পূর্বের চেয়ে অনেকটা পরিবর্তন হয়। পরে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। রোগীর এই অবস্থা দেখে তার স্বজনরা কর্তব্যরত নার্সদের শরণাপন্ন হতে চাইলে তাৎক্ষণিক তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর একজন নার্স এসে রোগীকে অক্সিজেন দিলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, আব্দুস সালাম (দুলাল) মারা যাওয়ার পর তারা চিৎকার চেঁচামেচি করতে থাকলে তাদের পরিচালকের কক্ষে আটক করে রাখা হয়। পরে তারা জাতীয় হেল্প লাইন (৯৯৯) এ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান নাসির বলেন, এ ব্যাপারে নিহতের স্বজনরা একটি লিখিত অভিযোগ দিয়েছে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments