বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগমৃত্যু দাবির চেক প্রদান করলো চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি।

মৃত্যু দাবির চেক প্রদান করলো চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি।

আফজাল হোসেন জয়।লামা(বান্দরবান) বিশেষ প্রতিনিধি

চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি কক্সবাজার জেলার পেকুয়া অফিসে অনুষ্ঠিত হলো মৃত্যু দাবির চেক প্রদান এবং কর্মী সমাবেশ। রাফিয়া বেগম নামের এক জন গ্রাহকের দুর্ঘটনা জনিত মৃত্যুর কারণে এই চেক প্রদান করা হয়। তার বাড়ি ৪ নং ওয়ার্ড, দক্ষিণ ছনুয়া, বাঁশখালী, চট্টগ্রাম। রাফিয়া বেগম ছিলেন এক জন গরিব গৃহ কর্মী। তিনি অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কয়েক মাস পূর্বে তিনি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে সঞ্চয়ের উদ্দেশ্যে স্বল্প মূল্যের দুইটি বীমা করেন। যাহার নং – 0000689428 এবং 0000680944.কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মাত্র দুইটি কিস্তি প্রদানের পরেই দুষ্কৃতকারী কর্তৃক আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুর পর তার মৃত্যু জনিত সকল প্রকার কাগজ পত্র জমা দেওয়ার পাঁচ দিন পরেই তাকে মৃত্যু দাবির টাকা পরিশোধ করা হয়। উক্ত টাকার চেক গ্রাহকের দেওয়া নমিনি হারুনুর রশিদ পেকুয়া অফিসে এসে প্রধান অতিথির নিকট থেকে গ্রহণ করেন।

গ্রাহকের ছেলে হারুনুর রশিদ বলেন- বীমা করলে টাকা পাওয়া যায় সেটা আমি বিশ্বাস করতাম না। চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি নিকট আমি চির কৃতজ্ঞ থাকব। আমার মাকে আমি কোনদিন ফিরে পাবো না কিন্তু মায়ের করে যাওয়া বীমার টাকা আমার জীবনে অনেক কাজে আসবে। এই টাকা দিয়ে কিছু করে আমি জীবিকা নির্বাহ করতে পারব। আমার মা আমার ভবিষ্যতের কথা ভেবেই বীমা করেছিলেন বলে আজকে আমি উপকৃত হলাম। সকল বাবা মা যেন তার সন্তানদের কথা চিন্তা করে অন্তত একটি বীমা করেন, এটাই আমার চাওয়া।

উল্লেখ্য, গ্রাহক সর্ব সাকুল্যে ১৪,০০০/ টাকা জমা দিয়েছিলেন। মৃত্যু দাবি বাবদ তার নমিনি পেলেন- ১,৮১,৯৮০/ টাকা।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এবং প্রশিক্ষণ বিভাগের প্রধান প্রশিক্ষক জনাব নুরুল কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ ভি পি জনাব আকবর আহামদ। সভাপতির দায়িত্ব পালন করেন পেকুয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজার জনাব রায়হান উদ্দিন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন কোম্পানির ইউনিট ম্যানেজার এবং এফ এ বৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- চার্টার্ড লাইফ যা বলে তাই করে। বাংলাদেশের সকল নাগরিক নিশ্চিন্তে এই কোম্পানিতে বীমা করে সুবিধা নিতে পারেন। আপনাদের জন্য চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে অনেক ভালো ভালো বীমা সুবিধা রয়েছে। আমাদের কোম্পানিতে বীমা করে যথা নিয়মে কিস্তি পরিশোধ করুন এবং আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করুন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments