বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগমেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ টি ড্রেজার ও ১১ জন...

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ টি ড্রেজার ও ১১ জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। 

শ্যামল বর্মন শিমুল, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলায় ৩০ অক্টোবর মেঘনা নদীর জাফরাবাদ ও নতুনচরে বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইজারায় শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২০০০০০০/(দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। এছাড়াও নবীনগরের চরলাপাং এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন রত অবস্থায় ৫ টি ড্রেজার ও ১২ জন কে আটককৃত ১২ জনের মধ্যে ১১ জনকে(কামাল ভূঁইয়া -৫২,আল আমিন ২৮,মোঃ জুবায়ের -৩৭,আব্দুর রহমান -২৬,জসীমউদ্দীন -৩৯,মোস্তফা -৩৬,মোঃ নবীর -২৬,মোঃ হুমায়ুন কবির-৩০,মোঃ খোকন -৪০,মোঃ ইমাম হোসেন -৩৬,মো: আলমগীর -৫৪) বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এসময় নবীনগর থানা পুলিশ এবং নৌ পুলিশের ২টি দল সহযোগিতা করেন।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয় এ নবীনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান আটককৃত আসামীদের চালান করা হয়েছে ও জব্দ কৃত ড্রেজার গুলো পুলিশ হেফাজতে আছে।

এ বিষয় এ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবু মুছা জানান মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি মহল খবর পেয়ে অভিযান পরিচালনা করি ৫ টি ড্রেজার জব্দ ও ১২ জন কে আটক করা হয়েছে একজনের বয়স আঠারো বছর না হওয়া মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ও ১১জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ইজারার বাহিরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments