বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৬৪ তম মির্জাপুরের  ফাহমিদা আহমেদ

মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৬৪ তম মির্জাপুরের  ফাহমিদা আহমেদ

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৬৪ তম স্হান অর্জন করেছেন ফাহমিদা আহমেদ ঐশী । ঐশী ২০২৪- ২৫ শিক্ষাবর্ষে  ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। ঐশী মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের খলিয়াজানি গ্রামে জন্ম গ্রহন করেন। তার বাবা এস এম ফারুক আহমেদ খলিলুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও মা রেহেনা পারভীন পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
ঐশী পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়া লেখা শুরু করেন। ২০১৭ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনিতে ভর্তি হয়। ২০১৮ সালে  ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ৪০ তম ব্যাচের ফাস্ট ক্যাডেট হিসেবে ভর্তি হয় । ২০২০ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। ২০২২ সালে এস এস সি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ড থেকে রেকর্ডকৃত মার্কস নিয়ে এস এস সি পাশ করেন। ২০২৪ সালে এইচ এস সি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সর্বোচ্চ দ্বিতীয় মার্কস নিয়ে এইচ এস সি পাশ করেন। ২০২৫ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৬৪ তম স্হান অর্জন করেন।

ফাহমিদা আহমেদ ঐশী জানান, এমবিবিএস পাশ করার পর তিনি বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে দেশের অসহায় মানুষকে  বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন।

বাবা মায়ের স্বপ্ন ঐশী একজন ভালো মানুষ হোক। দেশ ও জনগনের জন্য সেবায় নিজেকে নিয়োজিত করুক এটাই আমাদের প্রত্যাশা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments