
ইয়াসিন আরাফাত মাদারগঞ্জ ( জামালপুর) নিজস্ব প্রতিনিধি
মেলান্দহ জামিয়া হোসাইনিয়া আরাবিয়ার মুহতামিম সর্বজন শ্রদ্ধেয় আলেম মুফতি শামসুদ্দিন সাহেবের উপর যুবদল কর্মীর হামলার ঘটনায় মেলান্দহের আলেম সমাজ ফুঁসে ওঠেছে। প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে আজ সাত সকালেই। এই ঘটনায় হৃদয়ে ক্ষরণ হচ্ছে ইসলাম প্রিয় তৌহিদী জনতার। বিক্ষোভ প্রদর্শন করছে সকাল থেকে। এমতাবস্থায় মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান বাবুল দলীয় কর্মীর পক্ষে দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন দায়ী যুবদল কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন, দোষী ব্যক্তিকে গ্রেফতারের জন্যে মেলান্দহের অফিসার ইনচার্জকে অনুরোধ করেছেন।
অসংখ্য ওস্তাদের ওস্তাদ মুফতি শামসুদ্দিন সাহেবের মত একজন প্রখ্যাত আলেমের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত,অনভিপ্রেত, দুঃখজনক । শায়খের প্রতি ভালোবাসা প্রদর্শন করে হামলার প্রতিবাদ করতে যারা ভোর থেকে মাদ্রাসায় একত্র হয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ।
বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বাবুল ভাই মাদ্রাসায় গিয়ে সকলের সাথে কথা বলেছেন, ক্ষমা চেয়েছেন, নিজে কেঁদেছেন, উপস্থিত সকলকে কাঁদিয়েছেন, লাইভ চলার কারণে অনেক দর্শকও কেঁদেছেন তাঁর সাথে। এ সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
এই ঘটনায় মোহতামিম সাহেবের সম্মান এক বিন্দু কমেনি-বরং বহুগুণ বেড়েছে, জিতেছেন মেলান্দহের তৌহিদী জনতা, জিতেছেন জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। আর হেরেছে দুষ্কৃতকারী সেই যুবদল কর্মী ও তার সাঙ্গ পাঙ্গরা। সকল মহল এখন শান্ত থাকবে, মেলান্দহের পরিবেশ শান্ত রাখবে সেই প্রত্যাশা করি।