বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজ বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল

মোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজ বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

 নরসিংদীর মনোহরদীতে  মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সাথে ঝগড়া করে ছেলে জুনায়েত নিজ বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল  । রবিবার রাতে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামের মো: কামাল মিয়ার ছেলে জুনায়েত (১৪) এই ঘটনা ঘটায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূএে জানা যায় , লেবুতলা গ্রামের কামাল মিয়ার স্ত্রী ৩ বছর ধরে প্রবাসে থাকেন। দেশে ছেলে জুনায়েত বাবার সাথে বসবাস করেন। এদিকে স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে মিশে জুনায়েত মাদকাসক্ত হয়ে পড়ে ।সে পুরাতন একটি মোটরসাইকেল দিয়ে এলাকায় ঘুরাঘুরি করে । নতুন একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য জুনায়েত তার বাবাকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল । কিন্তু তার বাবা নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ার কারণে এ নিয়ে গতকাল সকালে বাবার সাথে বাকবিতন্ডে জড়ায় সে।
এ ঘটনার জেরে দুপুরে বাড়িতে থাকা পোল্ট্রি খামারের সামনে আগুন দেয় সে। প্রতিবেশি রবি মাস্টার আগুন দেওয়ার ঘটনা দেখে চিৎকার দিলে জুনায়েত পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাথে সাথেই আগুন নিভিয়ে ফেলেন।
এ ঘটনার পর সারাদিন জুনায়েত আর বাড়ি ফিরেনি । পরে সন্ধ্যার পর দিকে ফাঁকা বাড়ি পেয়ে পুনরায় জুনায়েত পোল্ট্রি খামারে আগুন দেয় । আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিভাতে স্বক্ষম হয়। তবে ততক্ষনে পোল্ট্রি খামারসহ পাশে থাকা রান্নঘরসহ বসতঘরের একাংশ ভস্মীভূত হয়
কামাল মিয়া জানান, আমার ছেলে জুনায়েত এলাকার কিছু উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে চলাফেরা করলেও মাদকাসক্ত ছিলনা। আগুনে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
মনোহরদী থানার এসআই মেহেদী হাসান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments