
রিমল তালুকদার, ঘাটাইল (টাংগাইল) শিক্ষানবিশ প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তানভীর হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে তানভীরের এক বন্ধু। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পেচারআটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর হোসেন জেলার সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের সৌদি আরব প্রবাসী আবু বক্কর সিদ্দিকের ছেলে। সে একই উপজেলার সুরীরচালা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। আহত তানভীরের বন্ধু ফেরদৌস। সে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নিহত তানভীরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীর মঙ্গলবার বিকেলে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে খবর আসে তানভীর ঘাটাইলের পেচারআটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়েছে।
নিহত তানভীরের লাশ টাঙ্গাইল জেনারেল মেডিকেল কলেজ মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।তানভীরের বোন বর্ষা আক্তার জানান, অনেক অনুরোধের পর ভাইকে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম, আর সেই মোটরসাইকেলই আমার ভাইয়ের প্রাণ কেড়ে নিল যা মানতে পারছি না।