বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগমোটর সাইকেল চুরির সময় তিন চোরকে ধরে থানায় হস্তান্তর করে আনসার ভিডিপির...

মোটর সাইকেল চুরির সময় তিন চোরকে ধরে থানায় হস্তান্তর করে আনসার ভিডিপির ওয়ার্ড দলপতি।

মোহাম্মদ আফজাল হোসেন জয়, লামা (বান্দরবান) বিশেষ প্রতিনিধি।

গত ০১ মার্চ ২০২৪ বান্দরবানের লামার মিরিঞ্জ পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা দর্শনার্থীদের দুইটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন জন চোরকে হাতেনাতে ধরে লামা থানায় সোপর্দ করে নিজেই বাদী হয়েছেন লামা পৌর সভার ৯নং ওয়ার্ড আনসার ও ভিডিপি দলপতি নাজমুল আলম। ঘটনার সূত্রে জানা যায় ঐ দিন বিকালে নাজমুল আলমও পর্যটন কেন্দ্রে বেড়াতে যান। তিন জন চোর পর্যটকদের দুইটি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় নাজমুল আলম দেখে ফেলে। তার সন্দেহ হলে সাথে সাথে তাদের গতিরোধ করে উপস্থিত লোকজনের সহায়তায় তাদের কে ধরে গাড়ি সহ লামা থানায় হস্তান্তর করেন।অন্য কেহ বাদী না হওয়ায় তিনি নিজেই বাদী হয়ে এজাহার দাখিল করেন।

প্রাথমিক তথ্য বিবরণীতে জানা যায়, পুলিশ পরের দিন মামলা টি গ্রহণ করেন।লামা থানার ডেসপাস নং – ৮৪৬(৪)/১ তাং- ০২/০৩/২০২৪ ইং। আসামিদের নাম (১) শাহরিয়ার হোসেন নাবিল(২১), পিং মোঃ বশির উদ্দিন, গ্রাম – চিরিঙ্গা মাষ্টার পাড়া,৮নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, কক্সবাজার।(২)আবু ছিদ্দিক (২২), পিং – নূরুল কবির, গ্রাম – মসজিদ পাড়া ১নং ওয়ার্ড, লক্ষ্যারচর ইউনিয়ন, চকরিয়া, কক্সবাজার।(৩) মোঃ ওয়াহিদ (২০), পিং -হেলাল উদ্দিন, গ্রাম -বাইতুশ শরফ রোড,৮নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, কক্সবাজার।

অদ্য লামা উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মিসেস আঙ্গুরা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বিস্তারিত তথ্য প্রদান করেন।লামা থানার অফিসার ইনচার্জ জনাব শামীম শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান , এস আই মোঃ শাহজাহান – ৯২২০২২৬৯২২ কে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, তদন্ত চলছে, তদন্ত পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments