মোহাম্মদ লাল মিয়া (জাহিদ), জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
আছে যতো দূরের বন্ধু, কথা হবে এক সিন্ধু।
সাক্ষাৎ হবে হয়তো কোনদিন, বর্তমানে মোবাইল ফোনে দূরত্ব কমে নিন।
বর্তমান সময়ে মোবাইল একটি যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। শুধু যোগাযোগে নয় এর রয়েছে নানাবিধ ব্যবহার। বর্তমান সময়ে একটি বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা ছেড়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। তারা পড়াশুনায় সময় না দিয়ে মোবাইলে বিভিন্ন প্রকার গেমস, ফেইসবুক, টিকটক,ভিগো,ইউটিউব, ইমো,হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্রকার অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে। তারা মোবাইলের অপব্যবহার করছে। তারা এখন নিয়মিত খেলাধুলা করছে না। ফলে তাদের মানসিক ও শারীরিক বৃদ্ধিতে বাধাগ্রস্থ হচ্ছে। এমন ভাবে চললে পরে একসময় কোমলমতি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ কি হবে তা আন্দাজ করাই যাচ্ছে। একটি সন্তান গড়ে ওঠার ক্ষেত্রে পিতা মাতার ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশেছে, কোথায় খেলতেছে, কাদের সাথে খেলতেছে,কি খেলতেছে ইত্যাদি বিষয়গুলো পিতা মাতাকে খোঁজখবর নিয়ে দেখতে হবে। আমরা সমাজে যারা বসবাস করি তাদেরও দায়ভার এখানে রয়েছে। তাই আসুন আমরা একসাথে মিলে মোবাইলের সুফল গুলো গ্রহণ করি এবং কুফলগুলো পরিহার করি। পরিবার পরিজন ও সন্তানদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করি।