
মোঃ জিয়ান মোহনগঞ্জ, নেত্রকোনা নিজস্ব প্রতিনিধি :
পহেলা জানুয়ারি২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোহনগঞ্জ ছাত্রদলে বিরাজ করছে এক আনন্দঘন পরিবেশ। এই দিনটি উপলক্ষে ছাত্রদল নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতে পূর্ব ঘোষণা অনুযায়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভার সকল ওয়ার্ড ও মোহনগঞ্জ সরকারি কলেজ থেকে দলে দলে ছাত্রদলের নেতা, কর্মী ও সমর্থক মিছিল সহকারে রেলওয়ে স্টেশন চত্বরে সকাল ১০ ঘটিকা থেকে জমা হতে শুরু করে। বেলা ১২ ঘটিকায় পৌর ও কলেজ শাখার কর্মী সমর্থক ও সর্বস্তরের ধরনের জনগণের অংশগ্রহণ বিশাল আনন্দ রেলি বের হয়, রেলিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রেলি শেষে উপজেলা মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে বেলা ৩ ঘটিকায় উপজেলা ছাত্রদল নেতা মানব গোস্বামী ও পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক কাজী নাসির উদ্দীন শাকিল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবরের পক্ষে ব্যবসায়ীদের মাঝে শুভেচ্ছা ক্যালেন্ডার ও সন্ধ্যা ৬ ঘটিকায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।